টাঙ্গাইল প্রতিনিধি:২৪ আগস্ট-২০২২,বুধবার।
ইউরিয়া সারের দাম কেজিতে ৬ টাকা বাড়িয়েছে সরকার। তবে আগের দামে কেনা সার পূর্বের নির্ধারিত দামেই বিক্রি করতে হবে। কিন্তু সরকারের এমন সিদ্ধান্ত না মেনে পূর্বের দামে কেনা সার বৃদ্ধি মূল্যে বিক্রি করছেন সার ব্যবসায়ীরা। কৃষকের এমন অভিযোগে ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে পাঁচ সার ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করে তাদেরকে সতর্ক করা হয়েছে। গতকাল টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতিহা তাকলিমা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ধনবাড়ী উপজেলার বিভিন্ন বাজারে খুচরা এবং পাইকারি সার ব্যবসায়ীরা সরকারি নির্দেশ অমান্য করে বেশি দামে সার বিক্রয় এবং অবৈধভাবে মজুত করছেন। কৃষকেরা এমন অভিযোগ জানালে গতকাল ধনবাড়ী উপজেলার বাজারের সার ব্যবসায়ী মোঃ আল- আমিন ফিরোজ, আলহাজ্ব শফি উদ্দিন, মোঃ জাহাঙ্গীর আলম,, মোঃ হামিদুর রশিদ, মোঃ হারুন আর রশিদ, মোঃ রেজাউল হক। মোট ৫ জন কে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতিহা তাকলিমা বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে ব্যবসায়ীরা সারের কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টায় অবৈধ মজুত করছিলেন এবং পূর্বের দামে কেনা ইউরিয়া সার নতুন মূল্যে বিক্রয় করছিলেন। এ ছাড়া অন্যান্য সারের দামও বেশি নেওয়া হচ্ছিল। কৃষকদের এমন অভিযোগে অভিযান চালিয়ে পাঁচ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এমন অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।