রওশন আরা পারভীন শিলা,নওগাঁয় প্রতিনিধি ঃ১৯ মাচ-২০২০,বৃহস্পতিবার।
নওগাঁয় হোম কোয়ারেন্টাইন ভঙ্গ করায় কাতারফেরত প্রবাসীকে জরিমানা করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। বুধবার সন্ধায় গোপন সংবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত থেকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন না মানায় তাকে ৪৫০০ টাকা জরিমানা করেন। কাতারফেরত মোজাফফর হোসেন সদর উপজেলার চুন্ডিপুর ইউনিয়নের বলিরঘাট এলাকার বাসিন্দা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, গত ১৫ মার্চ মোজাফফর হোসেন কাতার থেকে নিজ বাড়িতে ছুটিতে আসেন । এসময় উপজেলা প্রশাসন তাকে গ্রাম পুলিশের মাধ্যমে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন-এর সকল ব্যবস্থা করা হয়। কিন্তু গোপন সংবাদে আমরা জানতে পারি- তিনি ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শর্ত না মেনে এলাকায় এবং স্থানীয় বাজারে ঘোরাফেরা করছেন। আমরা সন্ধ্যায় তাকে বাজারে পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যম ৪৫০০ টাকা জরিমানা করে আবার ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছি।
তিনি আরও বলেন, বিদেশফেরত প্রবাসীরা নওগাঁয় ফিরলে তাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসাসেবা গ্রহণ করতে হবে। এটা শুধু নিজের জন্য নয়- পরিবার ও স্থানীয়দের সুস্থতার কথা চিন্তা করে সরকার এই পদপে গ্রহণ করেছে। এ নিয়ম অমান্যকারীর বিরুদ্ধে যথাযত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।