ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন ফসলী মাঠে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে বালু ব্যবসায়ীরা।উপজেলার কাইচাইল বিলে একাধিক অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে। ফুলসুতি, চক নাউডুবী, বিন্নাতলী,লস্কারপুর,বাঘাট,ব্রাহ্মণডাঙ্গা,কাজুলি রামনগর, ডাঙ্গী বাঙ্গালকান্দা, বালিয়া, কোদালিয়া গ্রাম সহ একাধিক স্হানে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের চলছে মহাউৎসব।মাসের পর মাস এমনকি সারা বছর ধরে চলছে বালু উত্তলন।বালু ব্যবসায়ীরা অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে ব্যাক্তি মালিকানায় বালু বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। অপরদিকে ক্ষতি হছে ফসলী জমি।গ্রামীণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, সহ বিভিন্ন স্হাপনা রয়েছে হুমকির মুখে। বর্ষা মৌসুম এলেই এসকল বালু ব্যবসায়ীরা অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে ফসলী মাঠ থেকে বালু উত্তোলন করে। এসকল অবৈধ ড্রেজার মেশিন মালিক ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য উপজেলা নির্বাহী অফিসার, জেলাপ্রশাসক এর হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।