
মিজানুর রহমান, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :২৯ অক্টোবর-২০২২,শনিবার।
আসন্ন ৫ নভেম্বর সংসদ উপনির্বাচন উপলক্ষে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে তালমার মোড়ে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর শনিবার বিকালে অনুষ্ঠান টি শুরু হয়। উপজেলাা আওয়ামী লীগের যুগ্ন – সাধারন সম্পাদক মোঃ ফিরোজ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা
চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সালথা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন,গট্রি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, ডাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বুলবুল সরদার, লস্কারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এসকেন্দার আলী মিয়া,শহর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মিয়া, সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন