
মিজানুর রহমান ,নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :০৮ আগস্ট-২০২২,সোমবার।
ফরিদপুরের নগরকান্দায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।এছাড়া ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে, উপজেলা আওয়ামীলীগ, নগরকান্দা থানা পুলিশসহ বিভিন্ন সংগঠন প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
মহিয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদের হল রুমে বঙ্গমাতার জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির, ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, কাউন্সিল বৃন্দ সহ উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।এছাড়া রচনা প্রতিযোগিতা, সেলাই মেশিন বিতরণ সহ মসজিদ, ধর্মীয় উপাসনালয়ে মিলাদ মাহফিলে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।বিকালে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরীর নেতৃত্বে উপজেলার আশ্রয়ন প্রকল্পের সুবিধা ভোগীদের মাজে ৮২ টি সেলাই মেশিন বিতরণ করেন।