
মিজানুর রহমান ,নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :২০ জুলাই-২০২২,বুধবার।
ফরিদপুরের নগরকান্দায় তৃতীয় পর্যায়ের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে উপজেলা প্রশাসনের এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২০ জুলাই সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু মূল বক্তব্য পাঠ করেন।
প্রেস ব্রিফিং-এ বলা হয়, আগামী ২১ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয় আগামী ২১ জুলাই বৃহস্পতিবার সকাল দশটায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ২৬ হাজার ২ শত ২৯ টি ভূমি ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর কর্মসূচি শুভ উদ্বোধন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এসময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, উপজেলা প্রকৌশলী মোশাররফ হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।