
মিজানুর রহমান ,নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ ২৬ জুলাই-২০২২,মঙ্গলবার।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের হিয়াবলদি বাজারে সরকারি জায়গা দখল নিয়ে পাকা ভবন নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে জানাযায় হিয়াবলদি বাজারে সরকারি জায়গা দখল নিয়ে পাকা তিন তলা ভবন নির্মাণ করছেন একই সাথে চারজন। তারা হলেন হিয়াবলদি গ্রামের শাজাহান এর ছেলে সেন্টু,ধলা মিয়ার ছেলে সিরাজ মাতুব্বর, রায়হান মোল্লার ছেলে বকুল মোল্লা, ফয়জর ফকিরের ছেলে রকমান ফকির। দখলদারিদের কাছে
বাজারের সরকারি জায়গা দখল নেওয়া ও পাকা ভবনের নির্মাণ বিষয় জানতে চাইলে তারা বলেন মাদরাসার দখল নেয়া জায়গা মাদরাসার কমিটির কাছ থেকে নিয়েছি।তবে কোন ডিসিয়ার বা কোন কাগজপত্র তারা দেখাতে পারেনি।বাজারের সরকারি জায়গা বেচা কেনার বিষয় মাদ্রাসা কমিটির সাথে জড়িত আলমগীর মোল্লা বলেন,সরকারি জায়গা হলেও মাদ্রাসা কমিটি মাদ্রাসার উন্নয়নের জন্য তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদের দখল বুঝিয়ে দিয়েছে।ফুলসুতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন বলেন বাজারের সরকারি জায়গা দখল ও বেচাকেনার কারা করেছে এবিষয় আমার জানা নেই তবে সরকারি জায়গা কেনা বেচা আইনগত অপরাধ এবিষয় উর্ধতন কর্মকর্তাদের জানাব।বাজারের দোকানদার ও স্হানীয় লোকজন জানান কিছু টাকা মাদ্রাসায় দিয়ে বাজারের সরকারি জায়গা দখল নিয়ে পাকা ভবন করছে তারা।
এবিষয় নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার এস এস ইমাম রাজী টুলু বলেন বাজারের সরকারি জায়গা দখল নেওয়ার বিষয় অবগত হলাম তদন্ত করে দখলদারীদের বিরুদ্ধে ব্যাবস্তা নেওয়া হবে।