Logo
ব্রেকিং :
মলদ্বারে রেখে হেরোইন পাচারকালে র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক ঠাকুরগাঁও-৩ আসনে ৬ জন এমপি প্রার্থীর মনোনয়নপত্র জমা  নীলফামারী-৪ আসনে আ’লীগের ৩, জাপার ২ নেতা সহ ৯ জনের মনোনয়নপত্র দাখিল  মানিকগঞ্জ-২ আসনে দু’ভাইসহ ১৪ জনের মনোয়নপত্র দাখিল নেত্রকোনায় মহিলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের বিতর্ক নেত্রকোনায় পৃথক মামলার রায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড নেত্রকোনা-৩ আসনে সতন্ত্র প্রার্থী আব্দুল মতিনের মনোনয়ন দাখিল নাগরপুরে মনোনয়ন পত্র জমা দিলেন আহসানুল ইসলাম   টিটু রাজবাড়ী – ১ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য  প্রার্থী কাজী কেরামত আলীর  মনোনয়ন পত্র জমা  নেত্রকোনা-২ আসনে সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়ের মনোনয়ন দাখিল
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

নগরকান্দায় হিয়াবলদি বাজারে সরকারি জায়গা দখল নিয়ে গড়ে উঠেছে পাকা ভবন 

রিপোর্টার / ৫৫ বার
আপডেট মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

মিজানুর রহমান ,নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ ২৬ জুলাই-২০২২,মঙ্গলবার।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের হিয়াবলদি বাজারে সরকারি জায়গা দখল নিয়ে পাকা ভবন নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে জানাযায় হিয়াবলদি বাজারে সরকারি জায়গা দখল নিয়ে পাকা তিন তলা ভবন নির্মাণ করছেন একই সাথে চারজন। তারা হলেন হিয়াবলদি গ্রামের শাজাহান এর ছেলে সেন্টু,ধলা মিয়ার ছেলে সিরাজ মাতুব্বর, রায়হান মোল্লার ছেলে বকুল মোল্লা, ফয়জর ফকিরের ছেলে রকমান ফকির। দখলদারিদের কাছে
বাজারের সরকারি জায়গা দখল নেওয়া ও পাকা ভবনের  নির্মাণ বিষয় জানতে চাইলে তারা বলেন মাদরাসার দখল নেয়া জায়গা মাদরাসার কমিটির কাছ থেকে নিয়েছি।তবে কোন ডিসিয়ার বা কোন কাগজপত্র তারা দেখাতে পারেনি।বাজারের সরকারি জায়গা বেচা কেনার বিষয় মাদ্রাসা কমিটির সাথে জড়িত আলমগীর মোল্লা বলেন,সরকারি জায়গা হলেও মাদ্রাসা কমিটি  মাদ্রাসার উন্নয়নের জন্য  তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদের দখল বুঝিয়ে দিয়েছে।ফুলসুতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন বলেন বাজারের সরকারি জায়গা দখল ও বেচাকেনার কারা করেছে এবিষয় আমার জানা নেই তবে সরকারি জায়গা কেনা বেচা আইনগত অপরাধ এবিষয় উর্ধতন কর্মকর্তাদের জানাব।বাজারের দোকানদার ও স্হানীয় লোকজন জানান কিছু টাকা মাদ্রাসায় দিয়ে বাজারের সরকারি জায়গা দখল নিয়ে পাকা ভবন করছে তারা।
এবিষয় নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার এস এস ইমাম রাজী টুলু বলেন বাজারের সরকারি জায়গা দখল নেওয়ার বিষয় অবগত হলাম তদন্ত করে দখলদারীদের বিরুদ্ধে ব্যাবস্তা নেওয়া হবে।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com