
মিজানুর রহমান ,নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :২১ আগস্ট-২০২২,রবিবার।
ফরিদপুরের নগরকান্দায় ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন
করে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ৷
রবিবার ২১ আগস্ট সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নির্মিত বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান । এরপর ২১ আগস্টের নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহতদের স্মরণে শোক র্যালি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বেলায়েত মাষ্টার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি খন্দকার জাকির হোসেন নিলু,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান সুইট, কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা খান, রাম নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইমদ্দিন মন্ডল,আজাদ হোসেন, শামীম হোসেন,আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা তৃনমুল আওয়ামীলীগ বিকাল ৫.০০ ঘটিকায় শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বিদ্যালয় প্রঙ্গনে আওয়ামীলীগের সহ সভাপতি ওহিদুল বারী আলম, সাংগঠনিক সম্পাদক মানোয়ার হোসেন, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, আরিফুর রহমান পথিক, কবির হোসেন ঠান্ডু, পৌর আওয়ামীলীগ সম্পাদক মোস্তাক হোসেন সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।