নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ১৯ আগস্ট-২০২২,শুক্রবার।
শুভজন্মাষ্টমী উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় শোভাযাত্রা, আলোচনাসভা, পুজাচ্চর্না, উপবাসসহ নানা কর্মসুচীর আয়োজন করা হয়। শুক্রবার(১৯আগস্ট) সকালেকেন্দ্রীয় কালী বাড়ী প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কালি বাড়ীর সভাপতি শ্রীরমেন্দ্র নারায়ন শীল এর সভাপতিত্বে শোভাযাত্রার উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। শোভাযাত্রাটি কালিবাড়ী হতে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় কালিবাড়ীএসে শেষ হয়। ।
এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসেন, উপজেলাপরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন, নাগরপুরউপজেলা পূজাউদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সাহা, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ সাহা রামা, বিবেকানন্দ জাগরনী সংঘের আহবায়ক রতন চক্রবর্তী, যুগ্ম আহŸায়কসত্য গোপাল রাজবংশীনিমাই, দেলদুয়ার উপজেলা পূজাউদযাপনপরিষদের সভাপতি এস প্রতাপ মুকুল, সাধারণ সম্পাদক পলাশ বসাক উপস্থিত ছিলেন।শোভাযাত্রায়হিন্দুধর্মাবল্বীনারী-পুরুষ অংশ গ্রহণকরেন।