নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ-২১ আগস্ট-২০২২,রবিবার।
২১ আগস্ট খুনি তারেক জিয়ার নির্দেশে গণতন্ত্রের মানসকন্যা, দেশরতœ বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা করে হত্যার অপচেষ্টা ও মহিলা আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান-সহ ২৪ জন নেতাকর্মী হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচার এবং ফাঁসির দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে সদর বাজারের গুরুত্বপর্ন সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. কুদরত আলীর পরিচলনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,্ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. রিয়াজ তালুকদার, সদস্য সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. দাউদুল ইসলাম দাউদ, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বাবু গোপাল চন্দ্র সাহা, মতিয়ার রহমান মতি, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সবুর, সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া সম্পাদক বি এম এম জহরুল আমিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো.খালিদ হোসেন, সাবেক ভিপি আল-মামুন প্রমুখ। এসময় উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভা শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের ন্বরনে দোয়া করা হয়।