নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ১৭ আগস্ট-২০২২,বুধবার।
১৭ আগস্ট, বিএনপি, জামাত জোট সরকারের পৃষ্টপোষকতায় মৌলবাদী ও জঙ্গিগোষ্ঠী কর্তৃক সারাদেশ ব্যাপি সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক এর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা চত্বরসহ শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. কুদরত আলীর পরিচলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া সম্পাদক ও সাবেক ভিপি বিএমএম জহরুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, সাবেক ভিপি আল-মামুন প্রমুখ। এসময় উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন ।