আবু বকর সিদ্দিকী নাগরপুর( টাঙ্গাইল থেকে :২৩ জানুয়ারী,বুধবার ।
“শিখবে শিশু হেসে খেলে,শাস্তিমুক্ত পরিবেশ পেলে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে যদুনাথ স্কুল এন্ড কলেজ ময়দানে (হাসপাতাল মাঠ) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক হারুন অর-রশিদ হারুনের পরিচলনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেলিমা আক্তার, সহকারি শিক্ষা অফিসার মো. ফরহাদ হোসেন , প্রধান শিক্ষক (অবঃ)শম্ভু নাথ সাহা,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সুজায়েত হোসেন, ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আহসানুল কবির মুকুল প্রমুখ। উপজেলা আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১২টি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় থেকে বিভিন্ন ক্যাটাগরীতে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা অংশগ্রহন করেন । এ সময় উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাথীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি