নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ-২৮ জুলাই-২০২২,বৃহস্পতিবার।
টাঙ্গাইলের নাগরপুরে২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র্র ৫শত কৃষকে মাঝে বিনামূল্যে রোপা আমন ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করেন।উপজেলা কৃষিকর্মকর্তা মোহাম্মদ আব্দুল মতিন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনউপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর-সহ এ সময়উপজেলা কৃষিঅফিসরেকর্মকর্তা/কর্মচারী ও ১২ ইউনিয়নের কৃষক/কৃষনীউপস্থিত ছিলেন।