Logo
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

নাগরপুরে কৃষি মেলা, বীজ সার বিতরণ ও স্কুল উদ্বোধনসহ পোনামাছ অবমুক্তি

রিপোর্টার / ৪৯ বার
আপডেট রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ-২৫ সেপ্টেম্বর-২০২২,রবিবার।
টাঙ্গাইলের নাগরপুরে তিন ব্যাপী কৃষি মেলা, বিনামূল্যে সার বীজ বিতরণ ও তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধনসহ পোনামাছ অবমুক্তি ও নদী দিবস পালিত হয়েছে। রবিবার দিন ব্যাপী এ সব অনুষ্ঠানের উদ্বোধন করেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। নাগরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সকাল ১১টার দিকে উপজেলা চত্বরে কৃষি মেলার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল মতিন বিশ্বাস,নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. সাজ্জাদ হোসেন ।
উদ্বোধনকৃত স্কুল গুলো হচ্ছে, শহীদ শামসুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গয়হাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরে ২০২২-২০২৩ আর্থিক সালে রাজস্ব বাজেট এর আওতায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পুকুরে পোনামাছ অবমুক্তি ও ২০২২-২০২৩ অর্থবছর খরিপ-২ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামুল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ করেন এমপি টিটু।
উদ্বোধন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব নদী দিবস ২০২২ উপলক্ষে র‌্যালী অংশগ্রহণ করেন তিনি। এ সময় বিভিন্ন পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।

 

 


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com