নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :০৩ সেস্টেম্বর-২০২২,শনিবার।
টাঙ্গাইলের নাগরপুরে সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া ফুটবল মাঠে এস এম নুরুল হুদা স্মৃতিতে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে এস এম বাদেরুল হুদা মিঠু’র আয়োজনে ও তেবাড়িয়া যুব সমাজ এর সহযোগিতায় তেবাড়িয়া মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ‘উত্তর খাষকাউলিয়া উড়ন্ত বলাকা সংঘ চৌহালী’ ও ‘সুজন আলীমুদ্দিন স্পোর্টিং ক্লাব কলিয়া’ নামের দুটি দল অংশগ্রহণ করে। খেলায় আশেপাশের কয়েকটি ইউনিয়ন থেকে আগত ব্যাপক দর্শকের সমাগম ঘটে।
নাগরপুর উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: সুজায়েত হোসেন এর সভাপতিত্বে ও মাহবুব আলম মহা’র পরিচালনায় উক্ত টুর্নামেন্ট উদ্বোধন করেন নাগরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: হুমায়ুন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন, এস টি আই হাই স্কুল প্রধান শিক্ষক মহিদুল ইসলাম (সেলিম), সলিমাবাদ ইউপি সাবেক চেয়ারম্যান আজাহারুল ইসলাম মন্টু, উপজেলা আ.লীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কোহিনুর হোসেন, সলিমাবাদ ইউপি আ.লীগ সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, টুর্নামেন্ট পরিচালনা কমিটি সদস্য সচিব মিজানুর রহমান সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ।
উল্লেখ্য, উদ্বোধন এই ফুটবল খেলায় গোল শূন্য নিয়ে ফলাফল ‘ড্র’ করে পরিসমাপ্তি ঘটে।