নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:১০ ফেব্রুয়ারী,রবিবার।
টাঙ্গাইলের নাগরপুরে বাস চাপায় এক পথচারী নিহত হয়েছে। রবিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের ধুবড়িয়া চৌরাস্তায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মো.শহিদুল শিকদার (৪২) উপজেলার ধুবড়িয়া গ্রামের শাহী পাড়ার মৃত আহম্মদ শিকদারের ছেলে।
জানা যায়, উপজেলার ধুবড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ভিলেজ লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-জ-১১-০৩০৯) বাসটি ধুবড়িয়া চৌরাস্তায় পৌছলে পথচারী শহিদুল রাস্তা পাড় হওয়ার সময় তাকে চাপা দেয়। এসময় বাসের আঘাতে তার মাথা ফেটে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী এগিয়ে এসে ঘাতক বাস ও এর ড্রাইভারকে আটক করে পুলিশে সোপর্দ করে।
দূর্ঘটনার কথা স্বীকার করে নাগরপুর থানার অফিসার ইনচার্জ আলম চাঁদ জানান, ঘটনাস্থল থেকে ঘাতক বাস ও এর ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি