নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ-৩০ অক্টোবর-২০২২,রবিবার।
টাঙ্গাইলের নাগরপুরে বীরমুক্তিযোদ্বাদের স্মাট কার্ড ও ডিজিটাল সাটিফিকেট বিতরন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা সভা কক্ষে এ বিতরণে আয়োজন করা হয়। উপজেলা নিবার্হী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, উপজেলা প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমান, পরিসংখ্যান অফিসার জয়নাল আবেদিন, বীর মুক্তিযোদ্ধা সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেছ আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা,বীর মুক্তিযোদ্ধা নীরেন্দ্র কুমার পৌদ্দার । এ সময় আরো বীরমুক্তিযোদ্ধা সহ তাদের সন্তান ও আতœীয়স্বজনরা উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে নাগরপুর উপজেলায় মৃত্যু বীর মুক্তিযোদ্ধা -৩৫০জন, জীবিত বীরমুক্তিযোদ্ধা ৪১৪ জন মোট ৭৬৪ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মাট কার্ড ও ডিজিটাল সাটিফিকেট প্রদান করা হবে।