নিজস্ব প্রতিবেদক:২৫ সেপ্টেম্বর-২০২২,রবিবার।
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ঐতিহ্য বাহি ভাদ্রা গুরুদয়াল ফুটবল মাঠে ভাদ্রা স্প্রোটিং ক্লাবের উদ্যোগে ৮ টিমের নকআউট ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
শনিবার বিকাল ৪ টায় নাগরপুরের ভাদ্রা গুরুদয়াল ফুটবল মাঠে প্রথম সেমিফাইনাল খেলা অনষ্ঠিত হয় ।
খেলা উদ্বোধন করেন-বিশিষ্ট্য ব্যবসায়ী ও ভাদ্রা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মো: হিটলু মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন- ধনবাড়ি থানার ওসি (তদন্ত)মো: ইদ্রিস আলী ,ভাদ্রা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: হামিদুর রহমান লালন, ধুবুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান সফিকুল ইসলাম খান শাকিল ,ভাদ্রা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামছুল ইসলাম , সাবেক মেম্বার এনামুল হক, ভাদ্রা ইউনয়ন বিএনপির সাধারন সম্পাদক মাহমুদ হাসান চঞ্চল, ইউপি মেম্বার আজম আলী খান,ইউপি মেম্বার মো: বেলাল উদ্দিন সরদার, প্রমুখ।খেলায় ধনবাড়ি একাডেমি ২-১ গোলে টাঙ্গাইল একাডেমি কে পরাজিত করেন।