নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ১৮ মার্চ-২০২০,বুধবার।
টাঙ্গাইলের নাগরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকীতে প্রবীণ ও দলের জন্য নিবেদিত আওয়ামী লীগ নেতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার ধুবড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ তাদের দলীয় অফিসে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
ধুবড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকছেদুর রহমান রিপন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শিহাব উদ্দিন এর সঞ্চালনায় এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম। নাগরপুর উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে ১৯৭৫ পরবর্তী সময়ে অগ্রণী ভূমিকা রাখায় উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম খান রঙ্গু, বর্তমান সভাপতি মো জাকিরুল ইসলাম উইলিয়াম, সাধারণ সম্পাদক মো. কুদরত আলী, প্রবীণ নেতা বাবু অহিন্দ্র কুমার রায়, মো. মোস্তাফিজুর রহমান, জেলা যুবলীগের সাবেক সদস্য মো.আওলাদ হোসেন লিটনের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।