নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:০১ মে-২০২২,রবিবার।
টাঙ্গাইলের নাগরপুর আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও মে দিবস উপলক্ষে শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরন করেছে টাঙ্গাইল-৬ সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। রবিবার উপজেলার নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় চত্বর প্রাঙ্গণে শ্রমিকদের মাঝে এ ঈদ উপহার দেওয়া হয়। বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো. সালাম মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. শাহ- আলম মিয়ার পরিচলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। আরো বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জাতীয় শ্রমিকলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. আমিনুর রহমান আমিন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. উজ্জল হোসেন মোল্লা, থানা অফিসার ইনর্চাজ সরকার আব্দুল্লাহ আল মামুন, নাগরপুর আটোরিক্সা আটোটেম্পু ও সিএনজির শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাইদুর রহমান সোহাগ প্রমূখ । এসময় সকল শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।