নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি ঃ২৭ জুলাই-২০১৯,শনিবার।
স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুরে বর্ণাঢ্য র্যালী, কেক কাটা, কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুলাই) উপজেলার ১২ টি ইউনিয়ন নিজ উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচীর মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।
বিকেলে উপজেলা মিলনায়তনে কেক কেটে আলোচনা সভার উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুনের সভাপতিত্বে সাধারন সম্পাদক মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মা.আব্দুস ছালাম, ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনিসুজ্জামান তুহিন, গয়হাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনির হোসেন রাজু, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ স¤্রাট প্রমূখ।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি