Logo
ব্রেকিং :
মানিকগঞ্জ  জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এক অভিযানে হেরোইন সহ ১ জন গ্রেফতার দৌলতপুরে চকমিরপুর প্রিমিয়ার লীগ টি- ২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন নাগরপুর গণহত্যা দিবস উদযাপন নেত্রকোনায় জেলা প্রশাসনের বাজার মনিটরিং নেত্রকোনায় গনহত্যা দিবস পালিত চৌহালীতে হাজি আব্দুল মজিদ মন্ডল ফাউন্ডেশনের ইফতার  সামগ্রিক পেয়ে ভাঙ্গন কবলিত মানুষ খুব খুশি  নাগরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খন্দকার আছাব মাহমুদ নেত্রকোনা মডেল থানা পুলিশের সহায়তায় ময়ের কোল ফিরে পেল জমজ শিশু নিম্নমানের খোয়ায় হচ্ছে ৬৪ লাখ টাকার সড়ক নির্মাণ, নীরব কর্তৃপক্ষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে জেলা প্রশাসকের মনিটরিং লিফলেট বিতরণ
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

নাগরপুরে ৬ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী নিয়ে কর্মহীনদের পাশে প্রশাসন

রিপোর্টার / ২০ বার
আপডেট মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ০৭ এপ্রিল-২০২০,মঙ্গলবার।
করোনা ভাইরাসের সংক্রমন রোধে সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে টাঙ্গাইলের নাগরপুরে কুলি, দিনমজুর, চা দোকনী, সিএনজি ও অটো শ্রমিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীন এসব মানুষের দিনযাপন কঠিন হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়া এসকল লোকজনের মধ্যে স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটুর অনুদান এবং ত্রাণ ও দূযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায় নতুন করে ৬ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রাখতে মাঠে নেমেছে নাগরপুর উপজেলা প্রশাসন।
মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের পানানে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম। এ সময় তিনি সাংবাদিকদের জানান, আমরা এর আগে উপজেলার ১৮ শত কর্মহীন হয়ে পড়া দিনমজুর, চাদোকানী, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী, সিএনজি শ্রমিক, অটো শ্রমিকদের প্রায় কয়েকশত দরিদ্র পরিবারের লোকজনের প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি তেল, ১পিস সাবান বিতরন করেছি। নতুন করে এখন পর্যায়ক্রমে ১২ টি ইউনিয়নের আরও ৬ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হবে। তিনি আরও বলেন এ ছাড়া উপজেলার সাড়ে ১১ হাজার কার্ডধারী পরিবার ১০ টাকা কেজি দরে চাল পাবেন। এর বাইরে ২২ শত পরিবার ভিজিডি কার্ডের আওতায় আছে। তাই খাদ্যের আমাদের কোন সমস্যা হবে না। আপনারা সচেতন হন। অযথা বাইরে ঘোরাফেরা না করে ঘরে থাকুন। এ খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিকী, সদর ইউপি চেয়ারম্যান একে এম কামরুজ্জামান মনি প্রমূখ।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com