নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :৩১ জুলাই,২০১৯,বুধবার।
টাংগাইলের নাগরপুরে ৭ জুয়াড়ীকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মামুদনগর বাসস্ট্যান্ড থেকে গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার এস.আই ইদ্রিস আলীর নেতৃত্বে এ.এস.আই রাসেল, এ. এস.আই শংকর, এ.এস.আই আনিস সংগীয় ফোর্স সহ জুয়া খেলারত অবস্থায় ৭ জুয়াড়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল- মামুদনগর গ্রামের হাসান আলীর ছেলে সুজন আলী (৩২), সাটুরিয়া উপজেলার আব্দুর রাজ্জাকের ছেলে ফারুক (২৩), ধামরাই উপজেলার আমির উদ্দিনের ছেলে সুমন আলী (৩২), মৃত তোতা মিয়ার ছেলে টিটু মিয়া (৪৩), জামাল মিয়ার ছেলে খোকন (৪৩), ভম্বল চন্দ্র সাহার ছেলে নিরঞ্জন সাহা (৩০), শিবপুর উপজেলার সাহাজ উদ্দিনের ছেলে সেলিম (৩০)।
এ ব্যাপারে এসআই ইদ্রিস জানান, আমাদের কাছে তথ্য ছিল দীর্ঘদিন যাবৎ মামুদনগর বাসস্ট্যান্ডে প্রতি রাতে জমজমাট জুয়ার আসর বসছে। মঙ্গলবার রাতে আমরা সোর্সের মাধ্যমে সংবাদ পেয়ে জুয়া খেলারত অবস্থায় তাদেরকে আটক করি। বুধবার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রজু করে বিজ্ঞ টাংগাইল জেলা আদালতে প্রেরন করেছি।