নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:০১ এপ্রিল-২০১৯,সোমবার।
চতুর্থ ধাপে অনুষ্ঠিত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের নাগরপুরে আওয়ামী লীগের প্রার্থী মো.কুদরত আলীকে প্রায় ৮ হাজার ভোটে পরাজিত করে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী পরপর দুইবারের চেয়ারম্যান আব্দুস সামাদ দুলাল। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই রোববার (৩১ মার্চ) দিনভর সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়। দিনভর ভোটারের স্বরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ নির্বাচনে ৮১০৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন যা মোট ভোটারের ৩৪ শতাংশ। অন্যদিকে ভাইস চেয়ারম্যান পুরুষ পদে উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মো.হুমায়ুন কবীর প্রায় ১৪ হাজার ভোটের ব্যবধানে উপজেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান মো.রফিজ উদ্দিনকে পরাজিত করেন। সবচেয়ে বড় চমকের সৃষ্টি করেছেন ভাইস চেয়ারম্যান মহিলা পদে স্বতন্ত্র প্রার্থী রাজনীতিতে নতুন মুখ ছামিনা বেগম শিপ্রা বিজয়ী হয়ে। তিনি মহিলা আওয়ামী লীগের বাঘা বাঘা নেত্রীদের খুব অল্প ভোটে পরাজিত করে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
এবার এ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো.কুদরত আলী (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ২৭৮১৫ ভোট আর বিজয়ী পরপর দুইবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আব্দুস ছামাদ দুলাল (ঘোড়া) প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫৯৪৮ ভোট, জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আব্দুল কুদ্দুস মিয়া (আনারস) প্রতীকে ১৩০৩৭ জাসদ ইনু’র প্রার্থী মো.শমসের খান (মশাল) প্রতীকে ১৬০৪ ভোট, বিএনপি থেকে নির্বাচিত সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী জিয়াসমিন আক্তার জোৎ¯œা (কাপ পিড়িচ) প্রতীকে ৩৯৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো.আরিফুর রহমান খান ছামি (দোয়াত কলম) প্রতীকে ৫৫১ ভোট। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো.হুমায়ুন কবীর (চশমা) প্রতীকে ৩৪৬০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রার্থী উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক ও সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান মো.রফিজ উদ্দিন (টিয়া পাখি) প্রতীকে পেয়েছেন ২০৯৩৭ ভোট, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো.কহিনুর হোসেন (তালা) প্রতীকে পেয়েছেন ২৯৪১ ভোট, সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোজাহিদুল ইসলাম মুছা (টিউবওয়েল) প্রতীকে পেয়েছেন ১৫৩২৯ ভোট, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো.ফরিদুর রহমান ফরিদ (উড়োজাহাজ) প্রতীকে পেয়েছেন ৪৫৩৪ ভোট। ভাইস চেয়ারম্যান মহিলা পদে স্বতন্ত্র প্রার্থী ছামিনা বেগম শিপ্রা (ফুটবল) প্রতীকে ১৭৬৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রার্থী উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রৌশনারা মাসুদা (সেলাই মেশিন) প্রতীকে পেয়েছেন ১৭১৪৮ ভোট, মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহানারা খাতুন (পদ্মফুল) প্রতীকে পেয়েছেন ৪৪৩৬ ভোট, সূত্রাপুর থানা আওয়ামী লীগের সাবেক নেত্রী ফরিদা বেগম টুলটুল (হাঁস) প্রতীকে পেয়েছেন ১৬৪২০ ভোট, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি মোসা. সাফিয়া ইউসুফ হুনুফা (কলস) প্রতীকে পেয়েছেন ১২৮২৬ ভোট, বিএনপি থেকে নির্বাচিত সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসা.দিলরুবা করিম (প্রজাপতি) প্রতীকে পেয়েছেন ৮৪২৭ ভোট।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি