
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:০৩ নভেম্বর-২০২২,বৃহস্পতিবার।
নাগরপুর ঐতিহাসিক ৪ নেতা জেল হত্যা দিবস পালিত হয়েছে।দিনটিকে যথাযথ মর্যাদায় পালনের উদ্দেশ্যে বৃহস্পতিবার(৩ নভেম্বর)নাগরপুর উপজেলা আ’লীগ এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।এর ধারাবাহিকতা দলীয় কার্যালয়ের সামনে সকাল ৭ টায় জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও শোক পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করা হয়।এরপর সকাল ১১ ঘটিকার সময় উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো: মতিয়ার রহমান মতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: কুদরত আলীর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আলোচনা সভা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া সম্পাদক সাবেক ভিপি জহুরুল আমিন, মহিলা বিষয়ক সম্পাদিকা রওশন আরা মাসুদা প্রমুখ।