আশিকুর রহমান,নাটোর প্রতিনিধি:২৬ এপ্রিল-২০২০,রবিবার।
করোনারকারণেধানকাটারজন্য শ্রমিকসংকট মোকাবেলায়এবংসঠিকসময়েজমিরধান কেটে ঘরে তোলার লক্ষ্যে নাটোরেরলালপুরউপজেলায়সরকারি ৫০% ভর্তুকিতেকৃষকেরমাঝে কম্বাইনহারভেস্টারবিতরণকরাহয়েছে।
আজ রোববারসকালেউপজেলা কৃষিসম্প্রসারণঅধিদপ্তরেরআয়োজনেউপজেলাচত্তরে এই মেশিনবিতরণকরাহয়। উক্ত অনুষ্ঠানেউপজেলানির্বাহীঅফিসার উম্মুলবানীন দ্যুতিরসভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনেরসংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবেউপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, জেলা তাতীঁলীগের সাংগঠনিক সম্পাদক ইসবাল হোসেন রিপন, যুগ্ন সাধারনসম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা প্রমূখ।