আশিকুর রহমান নাটোর প্রতিনিধি:২২ মার্চ-২০২০,রবিবার।
নাটোর জেলা কারাগারের এক হাজতিকে জরুরী ভিত্তিতে জামিন দিয়ে নাটোর সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে সে সর্দি জ্বর ও গলা ব্যাথায় আক্রান্ত। রবিবার বিলে সাড়ে তিনটার দিকে নাটোর জেলা কারাগার থেকে সরাসরি তাকে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিট এ ভর্তি করা হয়েছে।জেলা সিভিল সার্জন ডা.কাজী মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন ।
নাটোর জেলা কারাগারের জেল সুপার আব্দুল বারেক জানান,নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া এলাকার বিচারাধিন একটি সংঘর্ষ মামলার আসামি শনিবার অসুস্থ্য হয়ে পড়েলে প্রথমে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শরীরের উপসর্গ দেখে করোনো আক্রান্ত সন্দেহে তাকে কারাগারের আইসোলেশন ইউনিটে নেয়া হয়।পরে কারা কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ ওই হাজতির জামিন মঞ্জুর করলে তাকে তাকে বিকেলে নাটোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
সিভিল সার্জন ডা.কাজী মিজানুর রহমান বলেন, প্রাথমিক ভাবে আমরা করোনার যে উপসর্গ রয়েছে সেগুলোর লক্ষণ পাচ্ছি। আগামীকাল মেডিসিন বিশেষজ্ঞদের পরামর্শে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।