আশিকুর রহমান,নাটোরপ্রতিনিধি:০৬ এপ্রিল-২০২০,সোমবার।
নাটোরে শুধুমাত্রঔষধের দোকান ব্যতীত কাঁচা বাজার, মুদি দোকান ও সার-বীজসহ সকল দোকান বিকাল ৫টার পর বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে।রোববারনাটোর জেলাপ্রশাসকও জেলাম্যাজিস্ট্রেটমোহাম্মদ শাহরিয়াজ এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনাজারিকরেন। পরবর্তীনির্দেশ না দেয়া পর্যন্তএ নির্দেশনাবলবত থাকবেবলেজানানোহয়েছে।তবে, সরকারী-জরুরি সেবাসমূহএই ঘোষণারআওতাবহির্ভূত থাকবেবলেবিজ্ঞপ্তিতেউল্ল্যেখকরাহয়েছে।
করোনাভাইরাসেরসংক্রমণ ঠেকাতে সোমবার থেকে এ নির্দেশ কার্যকরহবে।
বিজ্ঞপ্তিতেবলাহয়, দেশে করোনাভাইরাসবিস্তার রোধকল্পেনাটোর জেলারসর্বসাধারণেরঅবগতিরজন্য জানানোযাচ্ছে যে, পরবর্তীনির্দেশ না দেওয়াপর্যন্তকাঁচাবাজার, মুদি দোকান ও সার-বীজের দোকানবিকাল ০৫:০০ ঘটিকাপর্যন্ত খোলারাখাযাবে। বিকাল ০৫:০০ ঘটিকার পর ঔষধের দোকানব্যতীতঅন্য কোন দোকান খোলারাখাযাবেনা। আদেশঅমান্যকারীদেরবিরুদ্ধে আইনানুগব্যবস্থা গ্রহণকরাহবে।
সরকারী-জরুরি সেবাসমূহ এই ঘোষণারআওতাবহির্ভূত থাকবে।