কালের কাগজ ডেস্ক :১৯ ডিসেম্বর,বুধবার ।
নারায়ণগঞ্জের ফতুল্লার একটি বাসায় বুধবার (১৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে আগুন লেগে একই পরিবারের ৯ জন সদস্য অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
হক বাজার এলাকায় ৩ তলার একটি ফ্ল্যাটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নি দগ্ধরা হলেন- শ্রীনাথ চন্দ্র বর্মণ (৩৫), মতি অর্চনা (৩২), অনামিকা, অর্পিত, ছায়া রানী (৬০), সুমিত্রা, প্রমিত (১৪), শাওন (১০), নারায়ণ চন্দ্র।
আগুন লাগার প্রাথমিক কারণ এখনো জানা যায়নি।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নি দগ্ধরা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি