Logo
ব্রেকিং :
মানিকগঞ্জ  জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এক অভিযানে হেরোইন সহ ১ জন গ্রেফতার দৌলতপুরে চকমিরপুর প্রিমিয়ার লীগ টি- ২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন নাগরপুর গণহত্যা দিবস উদযাপন নেত্রকোনায় জেলা প্রশাসনের বাজার মনিটরিং নেত্রকোনায় গনহত্যা দিবস পালিত চৌহালীতে হাজি আব্দুল মজিদ মন্ডল ফাউন্ডেশনের ইফতার  সামগ্রিক পেয়ে ভাঙ্গন কবলিত মানুষ খুব খুশি  নাগরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খন্দকার আছাব মাহমুদ নেত্রকোনা মডেল থানা পুলিশের সহায়তায় ময়ের কোল ফিরে পেল জমজ শিশু নিম্নমানের খোয়ায় হচ্ছে ৬৪ লাখ টাকার সড়ক নির্মাণ, নীরব কর্তৃপক্ষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে জেলা প্রশাসকের মনিটরিং লিফলেট বিতরণ
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

নিজ গ্রামে ভালো বাসায় সিক্ত হলেন লন্ডনের রামসগেটের মেয়র ব্যারিষ্টার রওশন আরা দোলন

রিপোর্টার / ২৫ বার
আপডেট বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

মানিকগঞ্জ প্রতিনিধি:১৯ ফেরুয়ারী-২০২০,বুধবার।
নিজ জন্মভূমিতে ভালোবাসায় সিক্ত হলেন লন্ডনের রামসগেটের মেয়র ব্যারিষ্টার রওশন আরা দোলন। বুধবার মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার তালেবপুর উচ্চ বিদ্যালয় মাঠে মেয়র রওশন আরা দোলকে গণসংবর্ধনা দেওয়া হয়। গত বছর লন্ডনের রামস গেটের মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি গতকাল বুধবার প্রথম বারের মতো জন্মভূমি সিঙ্গাইরে আসেন।
মেয়র রওশন আরা দোলন নিজ গ্রামে আসছেন এমন খবর বেশ কয়েক দিন ধরেই এলাকায় মানুষজের মুখে মুখে প্রচার হয়ে আসছিলো। বুধবার সকাল পৌনে ১১ টার দিকে মেয়র রওশন আরাকে বহনকরা হেলিকপ্টার তালেবপুর উচ্চ বিদ্যালয় মাঠে অবতরন করেন। সেখানে বিবিন্ন বয়সের হাজার হাজার মানুষের ঢল নামে রামসগেটের মেয়রকে এক নজর দেখার জন্য। এর পর স্কুল মাঠে তাকে গণসংবর্ধনা দেয়া হয়। এর পর তিন পৈতৃক বাড়ি কাঠাল বাগানে যান। সেখানে সংবাদ সম্মেলনে সাংবাদিকের বলেন, তিনি তার মাতৃ ভাষায় কথা বলতে ভালো বাসেন। তার সন্তান সহপরিবারের সবাই বাংলায় কথা বলেন। তিনি তালেবপুর ইউনিয়নের ইরতা কাশিমপুর কাঠাল বাগান গ্রামে জন্ম গ্রহন করেন। তার পিতার নাম প্রকৌশলী রজ্জব আলী খান। তিনি ১৯৬৭ সালে ১৩ বছর বয়সে তালেবপুর উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণি পর্যন্ত লেখা পড়া করাবস্থায় পিতার হাত ধরে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেই থেকে স্বপরিবারের বসবাস করছেন। সেখানে লেখাপড়া শেষে যুক্তরাজ্যের লেবার পার্টির রাজনীতিতে যুক্ত হন। সেই সাথে তিনি হোটেল ব্যবসার সাথে জড়িত।
তিনি আরো জানান, রামস গেট শহরের কমিশনার নির্বাচিত হন। পরে সেখানে লেবার পার্টির ব্যানারে পার্লামেন্টে নির্বাচন করেন ২০১৭ সালে যুক্তরাজ্যের লেবার পার্টি থেকে পার্লামেন্ট নির্বাচনে অংশ নেন। ওই নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন। সর্বশেষ গত বছরের ১৪ মে যুক্তরাজ্যের রামসগেটের মেয়র নির্বাচিত হন। তিনি ওই শহরে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত রয়েছেন। এ ছাড়াও দেশের নিজ বাড়িতে মসজিদ,মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থাননির্মাণ করেছেন। তার বাড়িতে রামস-বাংলা মহিলা উন্নয়নসংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পরিচালনা করেন। তার স্বামী রেজাউর রহমান জামানের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। তিন বোন ও দুইভাইয়ের মধ্যে তিনি সবার বড়।
দেশে আসার বিষয়ে তিনি বলেন, তার পিতা রজ্জব আলী খান গত বছরের মার্চ মাসে মারা গেছেন। আগামী শুক্রবার বাড়িতে তার মৃত্যুবার্ষিকী উপল্েয মিলাদ মাহফিল করবেন। এ ছাড়াও একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবেন। শহীদ রফিকের গ্রামের বাড়িতে যাবেন।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com