শাহজাহান আলী মনন, নীলফামারী প্রতিনিধি:১৮ মে-২০২০,সোমবার।
নীলফামারী জেলা শহরের ধর্মীয় নেতাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে পৌরসভার উদ্যোগে। দুপুরে পৌরসভা প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এতে সভাপতিত্ব করেন মেয়র দেওয়ান কামাল আহমেদ। উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, আলু ও সেমাই।
নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, পৌর এলাকার ইমাম, মুয়াজ্জিন, পুরোহীত ও মাদ্রাসা শিক্ষক নিয়ে প্রায় দু’শ জনকে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে পৌরসভার সচিব মশিউর রহমান উপস্থিত ছিলেন।