শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি :১০ মার্চ-২০২০,মঙ্গলবার।
করোনা ভাইরাস রোগ-২০২৯ (ঈঙঠওউ-১৯) প্রতিরোধে এবং চিকিৎসা ব্যবস্থাপনায় করনীয় নিয়ে নীলফামারীতে বেসরকারী ক্লিনিক ও হাসপাতালের মালিকদের সাথে জেলা প্রশাসন জরুরী সভা করেছে। ১০ মার্চ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, সিভিল সার্জন রণজিত কুমার বর্মণ, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ শামিমসহ জেলার ৬টি উপজেলার নির্বাহী অফিসার, স্বাস্থ্য বিভাগের প্রধানগণ, বিভিন্ন বেসরকারী ক্লিনিক ও হাসপাতালসমুহের মালিক ও পরিচালকবৃন্দ এবং জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় করোনা ভাইরাস রোগকে দুর্যোগ হিসেবে উল্লেখ করে এ ব্যাপারে সকলকে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি রোগটি সম্পর্কে ব্যাপকভাবে জনগণকে সচেতন করে তোলার ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক। কোথাও করোনা আক্রান্ত রোগীর খবর পাওয়া গেলে তাৎক্ষনিক তাকে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সাথে সাথে তার সাথে আশে পাশের যারা সংশ্রবে এসেছে তাদেরকেও পর্যবেক্ষনে রাখার জন্য সকলকে সতর্ক থাকার জন্য বলেন। এক্ষেত্রে কোন প্রকার অবহেলা বা অব্যবস্থাপনা কোনভাবেই বরদাস্ত করা হবেনা বলেও তিনি জানিয়ে দেন।