শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:১৬ মাচ-২০২০,সোমবার।
এক নারী শ্রমিককে নিজ বাড়িতে ধর্ষনের অভিযোগে ধর্ষক আনিসুর রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। ১৬ মার্চ সোমবার নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর বিচারক মোঃ আহসান তারেক আসামীর অনুপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। নীলফামারীর জলঢাকা উপজেলার পুর্ব শিমুলবাড়ি গ্রামের নমির উদ্দীনের ছেলে আনিসুর রহমান ধর্ষিতার প্রতিবেশী।
মামলার বিবরনে জানা গেছে, বিগত ২০০১ সালের ৩০ জুলাই ফসলের ক্ষেত নিড়ানির কথা বলে তাকে ডেকে নিয়ে গিয়ে নিজ বাড়িতে ধর্ষন করে। এ সময় ধর্ষকের বাড়িতে কোন লোক ছিল না। ধর্ষিতার বাবা জহির উদ্দীন ঘটনার তারিখে জলঢাকা থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।