শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:২৭ মে-২০২০,বুধবার।
নীলফামারীতে পুলিশ অফিসারসহ নতুন করে আরো ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৬ মে ) রাতে নীলফামারী সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন নতুন করে শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৭ জনে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন করে করোনা শনাক্ত ৪ জনের মধ্যে সৈয়দপুর উপজেলায় জিআরপি থানার একজন এএসআই এবং একজন স্বেচ্ছাসেবি সংগঠন সুভার সদস্য, ডিমলা উপজেলা একজন ও জলঢাকা উপজেলায় ৬৮ বছরের বৃদ্ধা । নীলফামারী জেলার ওই ৪ জনের নমুনা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিপিআর ল্যাবে করোনা শনাক্ত হয়।
সুত্র মতে, নীলফামারী জেলায় এ পর্যন্ত ৯৭ জন করোনা রোগীর মধ্যে জেলা সদরে ৩৭, ডোমারে ১১, ডিমলায় ১৫, জলঢাকায় ৯, কিশোরীগঞ্জে ৮ ও সৈয়দপুরে ১৬ জন। মৃত্যু বরন করেছে এক নারী সহ ২ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।