শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি :০৬ ফেরুয়ারী-২০২০,বৃহস্পতিবার।
৬ ফেব্রæয়ারী বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যদিয়ে নীলফামারীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। নীলফামারী সদরের দারোয়ানী টেক্সটাইল মিল সংলগ্ন কলোনি মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই ইজতেমা। এতে প্রথম দিন বয়ান করেন তাবলিগ জামাতের রংপুর বিভাগের প্রধান প্রফেসর মোঃ সাজ্জাদুর রহমান। আগামী শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন।
ইজতেমা কমিটির প্রধান সমন্বয়ক প্রফেসর দিদারুল ইসলাম জানান, কাশ্মীর ও কম্বোডিয়া দেশের ১৩ জন অতিথি অংশ নিয়েছে এখানে। এছাড়াও দেশি ইসলামিক চিন্তাবিদ ও ঢাকা কাকরাইল মসজিদের মুরুব্বীরা ইজতেমায় ধর্ম ও আখিরাত নিয়ে মূল্যবান বয়ান দেবেন। লক্ষাধিক মুসল্লি এতে অংশ নিয়েছেন বলে আয়োজকরা জানিয়েছেন।