শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি :
নীলফামারীতে গৃহবধুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৬ ফেব্রুয়ারী বুধবার দুপুরে ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ঠাকুরগঞ্জ এলাকা থেকে রক্তাত্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে লাশ ময়না তদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। নিহত গৃহবধুর নাম মহসেনা বেগম (৩০)। সে ওই এলাকার মোফাজ্জল হোসেন এর দ্বিতীয় স্ত্রী। তাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার মধ্যরাতে এই ঘটনা ঘটে।
ডিমলা থানার ভারপ্্রাপ্ত অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন শেখ জানান, স্বামী ও স্ত্রীর মধ্যে বনিবনা না থাকায় মঙ্গলবার মধ্যরাতে ঘরে প্রবেশ করে ছুরিকাঘাতের মাধ্যমে হত্যা করে মোফাজ্জল। পুলিশের ধারণা পরকিয়া সন্দেহে এই ঘটনা ঘটাতে পারে স্বামী মোফাজ্জল হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। তিনি জানান, হত্যা ঘটনাটির সাথে স্বামীই জড়িত। তাকে গ্রেফতারে তৎপরতা চালানো হচ্ছে।