Logo
ব্রেকিং :
ঘিওর ও শিবালয়ে স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে ব্যবস্থাপনা কমিটির সভা সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের এসআই সহ ৬ জন আহত । হেরোইন সহ ২ জন গ্রেফতার ফরিদপুরের নগরকান্দায় নির্মানকালে ভেঙ্গে পড়লো ব্রীজ আদমদীঘিতে দুই মাদক সেবির তিন মাসের কারাদণ্ড বগুড়া আদমদীঘিতে পানিতে পড়ে শিশুর মৃত্যু নেত্রকোনায় ব্যবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময় সভা নেত্রকোনায় জেলা প্রশাসনের ভিডিও কনফারেন্স মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ২জন গ্রেফতার দৌলতপুরে স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত সাংবাদিক নির্যাতনের ঘটনায় পিআইওসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

নীলফামারী জেলা লকডাউন ঘোষণা ॥ ৬ জনের শরীরে করোনা সনাক্ত

রিপোর্টার / ১৯ বার
আপডেট মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি :১৪ এপ্রিল-২০২০,মঙ্গলবার।

করোনা সংক্রমন রোধে এবার লকডাউন করা হয়েছে উত্তরের জেলা নীলফামারীকে। ১৪ এপ্রিল মঙ্গলবার জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ৯ এপ্রিল রাতে জেলা প্রশাসক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও তাতে লকডাউনের ঘোষণা দেয়া হয়নি। আজ সেই গণবিজ্ঞপ্তির আলোকে লকডাউন ঘোষণা করে মাইকে প্রচার করা হয়।
গণবিজ্ঞতিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলার অভ্যন্তর সকর যানবাহন, সাপ্তাহিক হাট বাজার, প্রতিষ্ঠান ও গণপরিবহণ বন্ধ থাকবে। তবে জরুরী পরিসেবা লকডাউনের আওতামুক্ত থাকবে। এছাড়া নিত্য প্রয়োজনীয় দোকান, কৃষিপন্য ও যন্ত্রপাতির দোকান সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রাখতে পারবে। তবে ওষুধের দোকান, হাসপাতাল ও ক্লিনিক সার্বক্ষনিক খোলা থাকবে।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল জেলার কিশোরগঞ্জ, সৈয়দপুর, ডিমলা ও জলঢাকা উপজেলায় একজন করে এবং আজ নীলফামারী সদরে ও ডিমলা উপজেলায় আরও ১ জন করে মোট ৬ জনের শরীরে করোনার উপসর্গ পাওয়া গেছে।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, গত ৯ এপ্রিল থেকে জেলা লকডাউন করা হয়েছে। তবে মানুষ যাতে আতঙ্কিত না হয় সেজন্য সেদিন ঘোষণা দেয়া হয়নি তবে লকডাউনের যা প্রক্রিয়া সেদিন থেকে সব নির্দেশনা পালন করা হচ্ছে।
উল্লেখ্য, চীনের উহান থেকে বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে (কোভিড-১৯) কাঁপছে পুরো বিশ্ব। অদৃশ্য এই ভাইরাস ঠেকাতে মরিয়া সারা দুনিয়া। এ মহামারি ভাইরাস সারা বিশ্বকে স্থবির করে দিয়েছে।
এ রির্পোট লেখা পর্যন্ত করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৫৭ হাজার ৩৫৪ জন। মৃত্যুর মিছিলে যোগ হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৬৭ জন। তিন মাসেও প্রাণঘাতী এ ভাইরাস নিয়ন্ত্রণের লক্ষণ নেই। ইতিমধ্যে করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে সারাবিশ্ব।
করোনা ভাইরাসের প্রভাবে মৃত্যুর মিছিল সৃষ্টি হয়েছে। এর প্রভাব থেকে রক্ষা পায়নি বাংলাদেশও। বাংলাদেশের মানুষের এ ভয়ঙ্কর ভাইরাস থেকে রাক্ষা পেতে যেমন প্রয়োজন নিরাপদে ঘরের মধ্যে অবস্থান। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করণে নীলফামারী জেলাকে লকডাউনের ঘোষণা করা হয়েছে।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com