চন্দন চক্রবর্তী,স্টাফ রিপোর্টার, নেত্রকোনা :২০ বৃহস্পতিবার।
নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ‘চেতনার বাতিঘর’ এ পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে নেত্রকোনার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ প্রথম কার্যদিবস শুরু করেছেন।
জানা গেছে, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বিপিন চন্দ্র বিশ^াস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনিমেষ সোম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আশিক নূর, এনডিসি মো. মেহেদী হাসান, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ মাখদূমসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।