চন্দন চক্রবর্তী,স্টাফ রিপোর্টার, নেত্রকোনা :১৪ জুলাই-২০২৩,শুক্রবার।
নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সভারে চলমান ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষনার্থীদের মাঠ সমীক্ষা কার্যক্রমের মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী সাদিক, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক নিরঞ্জন ধাম, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ওয়াহেদুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর প্রমুখ।