চন্দন চক্রবর্তী, স্টাফ রিপোর্টার, নেত্রকোনা :০৩ অক্টোবর-২০২৩,মঙ্গলবার।
নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে সভায় অন্যানোর মধ্যে বক্তৃতা করেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নুরুল আমিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া তাবাসসুম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্ঞানেশ চন্দ্র সরকার, সাধারন সম্পাদক লিটন চন্দ্র পন্ডিত, সাবেক সভাপতি নির্মল কুমার দাস, জেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট সিতাংশু বিকাশ চৌধুরী আচার্য্য, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পুলক সরকার, সাধারন সম্পাদক রতন চন্দ্র বিশ^শর্মা, পৌর কমিটির সভাপতি ঝন্টু সাহা, সাধারন সম্পাদক লিটন কুমার ঠাকুর। সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত সার্বক্ষণিক কন্টোল রুম চালু থাকবে। জেলার ৫৬৪টি পূজা মন্ডপে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। নেত্রকোনায় সাম্প্রদায়িক সম্প্রীতি