Logo
ব্রেকিং :
গনতন্ত্রকে হত্যা করছে সরকার– – আমীর খসরু মাহমুদ চৌধুরী আমি জানি রাণীশংকৈল শান্তি প্রিয় এলাকা তারপরেও সজাগ থাকতে হবে— ডিসি মাহবুবুর রহমান বিএনপি নির্বাচনে না এলেও ভোট বর্জন করা যাবে না —– এম,পি হাফিজ উদ্দীন  নেত্রকোনায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে মানববন্ধন নেত্রকোনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা ঘিওর সম্প্রীতি সমাবেশ ও শারদীয় দুর্গোৎসরে মতবিনিময় সভা ঘিওর -হিজুলিয়া- ভররা সড়কের বেহাল অবস্থা ১৬ গ্রামবাসীর হাজার হাজার জনগনের দুর্ভোগ চরমে টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন দৌলতপুরে সম্প্রীতি সমাবেশ ও দূর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরকান্দায় অবৈধ ড্রেজার বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

নেত্রকোনার কেন্দুয়ায় জশনে জুলুস উপলক্ষ্যে র‌্যালি ও শান্তি সমাবেশ

রিপোর্টার / ৯৫ বার
আপডেট রবিবার, ৯ অক্টোবর, ২০২২

চন্দন চক্রবর্তী,স্টাফ রিপোর্টার, নেত্রকোনা ঃ০৯ অক্টোবর-২০২২,রবিবার।

নেত্রকোনার কেন্দুয়ায় বিশ^ মানবতার শান্তির দূত মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর পৃথিবীতে আগমণ ও তিরোধানের দিন পবিত্র ঈদে মিলাদুন্নবী জশনে জুলুস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রামস্থ দরবার-এ-গাউছে হাওলা হয়রত শিবলী মঞ্জিলের পক্ষে কেন্দুয়া খানকা শরীফের উদ্যোগে উপজেলা সদরে বর্ণাঢ্য র‌্যালি ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
জশনে জুলুসের নেতৃত্ব দেন চট্টগ্রাম বোয়ালখালীস্থ দরবার-এ-গাউছে হাওলা হয়রত শিবলী মঞ্জিলের বর্তমান গদীনসিন পীরজাদা সুফিরাজ আলহাজ¦ হয়রত শাহ্ সুফি মাওলানা সৈয়দ নঈমুল কুদ্দুছ আকবরী। এর আগে সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে কেন্দুয়া খানকা শরীফ প্রাঙ্গণে হাজার হাজার নবী প্রেমিক জনতা জড়ো হন। জশনে জুলুসে কেন্দুয়া উপজেলা মুখরিত হয়ে ওঠে।
বিভিন্ন ¯েøাগান লেখা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড এবং চাঁদ-তারা খচিত ও বিভিন্ন ইসলামী বাণী লেখা সবুজ পতাকা হাতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বা শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় ‘আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসুলল্লাহ’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে কেন্দুয়ার আকাশ-বাতাস। জুলুস দেখতে সড়কের পাশেও জড়ো হয় হাজার হাজার জনতা।
জশনে জুলুসে বর্ণাঢ্য আনন্দ শোভযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় খানকা শরীফে এসে শান্তি সমাবেশ ও মিলাদ মাহফিলে মিলিত হয়। এতে হাজার হাজার জনতার ঢল নামে।
দরবার-এ-গাউছে হাওলা হয়রত শিবলী মঞ্জিলের বর্তমান গদীনসিন পীরজাদা সুফিরাজ আলহাজ¦ হয়রত শাহ্ সুফি মাওলানা সৈয়দ নঈমুল কুদ্দুছ আকবরীর সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক নেত্রকোনা-৩ কেন্দুয়া-আটপাড়া আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল। সমাবেশে বক্তব্য রাখেন মুফতি মাওলানা আলী ওসমান, মাওলানা আবু বকর সিদ্দিকী, মাওলানা আবু ঈসহাক আনসারী, এস কে আসিফ মিল্টন, মোঃ জুনাঈদ, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, পৌর মেয়র আসাদুল হক ভূইয়া, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ফারুকী প্রমুখ। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পীরজাদা সুফিরাজ আলহাজ¦ হয়রত শাহ্ সুফি মাওলানা সৈয়দ নঈমুল কুদ্দুছ আকবরী।

 


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com