চন্দন চক্রবর্তী,স্টাফ রিপোর্টার, নেত্রকোনা :২৫ অক্টোবর-২০২২,মঙ্গলবার।
নেত্রকোনার দূর্গাপুর উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন দীর্ঘ ৭ বছর পর উৎসবমুখর পরিবেশে সুসং ডিগ্রী কলেজ মাঠে মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্ধোধন করেন জেলা আ’লীগের সভাপতি মতিয়র রহমান খান।
উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সংরক্ষিত নারী সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, কেন্দ্রীয় আ’লীগের সম্মানিত সদন্য মারুফা আক্তার পপি, উপাধক্ষ্য রেমন্ড আরেং, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান প্রতিরোধ যোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার সজল। সম্মেলনে অন্যানোর মধ্যে বক্তৃতা করেন জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, নুর খান মিঠু, প্রশান্ত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার প্রমুখ।