চন্দন চক্রবর্তী ,স্টাফ রিপোর্টার, নেত্রকোনা :১৭ অক্টোবর-২০২২,সোমবার।
নেত্রকোনায় সোমবার উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে। জেলার প্রতিটি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা পরিলক্ষিত হয়। সকালে জেলার আটপাড়া উপজেলা সদরের ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. হারুন অর রশিদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাকিল আহমেদ, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা প্রমুখ। উল্লেখ্য, নির্বাচনে জেলা পরিষদ চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।