চন্দন চক্রবর্তী,স্টাফ রিপোর্টার, নেত্রকোনা :২৯ াক্টোবর-২০২২,শনিবার।
‘কমিউনিটি পুলিশের মূলমন্ত্র,শান্তি শংঙ্খলা সর্বত্র’ শ্লোগানে নেত্রকোনায় জেলা পুলিশের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপার কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে এসে শেষ হয়।
পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সংরক্ষিত নারী সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ হারুন অর রশিদ, অতিনিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার শাকের আহমেদ, প্যানেল মেয়র-১, এস. এম মহসিন আলম, অবঃ প্রধান শিক্ষক সায়েদুর রহমান প্রমুখ।