নেত্রকোনা জেলা প্রতিনিধি:২২ সেপ্টেম্বর-২০২২,বৃহস্পতিবার।
নেত্রকোনা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা পশ্চিমের অফিসার ইনচার্জ আবুল কালাম পিপিএমের তত্ত¡াবধানে এস.আই তননন্দন রুরাম, এএসআই হরিপদ পালসহ সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার সকালে সদর উপজেলার নওয়াপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় মদসহ মো. অপু মিয়া নামের এক যুবককে আটক করেছে।
জেলা গোয়েন্দা শাখা পশ্চিমের অফিসার ইনচার্জ আবুল কালাম পিপিএম জানান, জেলা শহরের রাজুরবাজার থেকে সিধলীগামী সড়কের নওয়াপাড়া ডিপ মেশিনের সামনের সড়ক থেকে বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে ভারতীয় ২ বোতল মদসহ পৌরসভার ৪নং ওয়ার্ডের বাহিরচাপড়া গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে মো. অপু মিয়াকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থলে ১৫ বোতল ভারতীয় মদ ফেলে রেখে সদর উপজেলার গজিনপুর গ্রামের সাজাহানের ছেলে অপু পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক মাদক ব্যবসায়ী অপুকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।