চন্দন চক্রবর্তী,স্টাফ রিপোর্টার, নেত্রকোনা :১১ অক্টোবর-২০২২,মঙ্গলবার।
নেত্রকোনায় জাতীয় কন্যাশিশু এ্যাডভোকেসী ফোরাম জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সদর উপজেলা পরিষদ হলরুমে ‘সময়ের অঙ্গীকার-কন্যাশিশুর অধিকার’ ¯শ্লোগানকে লালন করে জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজনীন সুলতানা প্রমুখ।