চন্দন চক্রবর্তী,স্টাফ রিপোর্টার, নেত্রকোনা :০৫ নভেম্বর-২০২২,শনিবার।
নেত্রকোনা জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে শনিবার বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে জেলা শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে আলোচনা সভায় বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনির হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নুরুল আমিন প্রমুখ।