চন্দন চক্রবর্তী ,স্টাফ রিপোর্টার, নেত্রকোনা :
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা ঃ নেত্রকোনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ৫’শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পূর্বের অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এস আই মো. তাহের উদ্দিন খান, এএসআই সোহেল রানার নেতৃত্বে একটি চৌকস টিম মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে আটপাড়া উপজেলার কাউপুর গ্রামের পশ্চিমপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিক্রি করার সময় ১ কেজি ৫’শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হচ্ছে মোহনগঞ্জ উপজেলার মানশ্রী গ্রামের গোলাম মোস্তফার ছেলে মো. আলমগীর হোসেন (২৬) ও একই উপজেলার বামন্দি গ্রামের আলিম উদ্দিনের ছেলে মো. সুমন মিয়া (২৯)।
এ ব্যাপারে এস আই মো. তাহের উদ্দিন খান বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।