নেত্রকোনা জেলা প্রতিনিধি:২৮ সেপ্টেম্বর-২০২২,বুধবার।
নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানোর মধ্যে বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সুহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আল ফয়সাল প্রমুখ।