চন্দন চক্রবর্তী , স্টাফ রিপোর্টার, নেত্রকোনা ঃ১১ অক্টোবর-২০২২,মঙ্গলবার।
নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা নদী রক্ষা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় নদী রক্ষা কমিশনের উপ-পরিচালক কে. এম কবিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সুহেল মাহমুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন, প্যানেল মেয়র-১ এস.এম মহসিন আলম প্রমুখ। সভায় জেলা নদী রক্ষা কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।